সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ট্রেনের টিকিটসহ কালোবাজারী আটক

আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর রেলওয়ে স্টেশনে টিকেট কাউন্টারে টিকেট মেলে না।কিন্তু যে কোন দোকানেই মিলছে আন্তঃনগর, পঞ্চগড় এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকেট।রেলওয়ে ট্রেনের টিকেট যেন সোনার হরিণ।আন্তঃনগর ট্রেনের যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই।গতকাল দিনাজপুর শহরোস্থ বড় গুড়গোলা নিবাসী চিহ্নিত টিকিট কালো বাজারীর একজন সক্রিয় সদস্য মোঃ আহসান আলীর পুত্র মোঃ রাফিউল ইসলামকে গ্রেফতার করেছে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ।দিনাজপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে আমরা টিকিট কালো বাজারীদের ধরার চেষ্টায় ছিলাম।গতকাল টিকিট কালো বাজারীর অন্যতম সদস্য রাফিউল ইসলামকে ৯টি আসনের ৬টি টিকিট সহ হাতেনাতে গ্রেফতার করি।টিকিট কালোবাজারী রাফিউলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের ২৫ (১) ধারায় একটি মামলা দায়ের হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।