সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই পথচারি নিহত

আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকের ধাক্কায় দুই পথচারি নিহত  হয়েছে।এ সময় ট্রাকটি পথচারিদের ধাক্কাদিয়ে নিয়ন্ত্র হারিয়ে রাস্তা পাশে দাড়িয়ে থাকা তিন এ্যাম্বুলেন্সকে ক্ষতিগ্রস্ত করেছে।শনিবার(২৪  সেপ্টেম্বর)  ভোর ৫ টার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটান ঘটে।নিহতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে মোহাম্মদ আলী (৬৫)।রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)।এসময় আহত হয়েছর মকবুল আলী (৪০)।স্থানিয়রা জনায়, গাইবান্ধা থেকে এসে দিনাজপুর এম আদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে তিন জন ব্যাক্তি শহরের খোয়ারের মোড়ে আত্নীয়র বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাড়িয়ে অটো জন্য অপেক্ষা করছিলেন৷

এসময় ফুলবাড়ি থেকে আসা দ্রুত গতির মালবাহি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাড়িয়ে থাকা তাদের ধাক্কাদিলে ঘটনাস্থলে দুজনের  মৃতু হয় ও আহত অবস্থায় এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ও‌সি তানভীরুল ইসলাম তথ্য নিশ্চত করে বলেন,ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছ।ট্রাক পু‌লি‌শের হেফাজ‌তে থানায় নি‌য়ে আসা হয়েছে।পরিবারে সদস্যরা আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।