দিনাজপুরে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের বিশ্ব পানি দিবস উদযাপন
আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে বিশ্ব পানি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর আয়োজিত আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
“ভূগর্ভস্থ পানিঃ অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪ এপ্রিল সোমবার জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় গণভবন থেকে সরাসরি যুক্তথাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনেন অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিবৃন্দ।পানি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এমদাদুল হক শরীফ, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলীসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।