সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ আহ্বান

আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব কালীতলা হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।দিনাজপুরের ১৩টি উপজেলার সাংবাদিকরা এ আয়োজনে অংশ নেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশিদ শাইন।

তিনি তার বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।তিনি বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা সবসময় মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করেছে।তাদের শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে এবং কলমের স্বাধীনতাকে অবরুদ্ধ করা হয়েছে।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম. হিরু তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার একটি নিস্তব্ধ সমাজ গড়ে তুলতে চেয়েছিল, যেখানে সত্য প্রকাশের কোনো জায়গা থাকবে না।কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচারই চিরস্থায়ী নয়।সত্য ও স্বাধীন মতপ্রকাশের জন্য মানুষের লড়াই কখনো স্তব্ধ হয় না।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, সহকারী সচিব সাজ্জাদুর রহমান সাজু, এবং রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার শহর আমীর মো. সিরাজুস সালেহিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাসেল, জাতীয়তাবাদী বাস্তুহারা দলের দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শাহজালাল (রোজ) এবং দিনাজপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল্লাহ।

সম্মেলনে সাংবাদিকরা স্বাধীন মতপ্রকাশের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।