দিনাজপুরে জাতীয় ভোক্তা আধিকার সংরক্ষন আভিযানে ৪ টি দোকানে জরিমানা
আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর বিরল উপজেলায় বাজারে নকল হবিন বিড়ি ও মেয়াদ উত্তির্ন গুড়ো দুধ রাখার অপরাধে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধি-দপ্তর দিনাজপুর ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার ১১আগস্ট সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধি-দপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম ও র্যাব-১৩ দিনাজপুর এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার হালিমুজ্জামান এর নেতৃত্তে বিরল উপজেলা বাজারে অভিজানটি পরিচালিত হয়।এ সময় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল হবিন বিড়ি বিক্রির দায়ে।৪৪ দন্ড বিধি ধারায় ফারুক স্টোরকে ১০ হাজার পারভেজ স্টোরকে ৫ হাজার ভাই ভাই স্টোরের আমিনুল কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মেয়াদ উত্তীর্ন ভেজাল বেবি গুড়ো দুধ ও দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় ৪৫ দন্ড বিধি ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মমতাজ বেগম বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।