সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ৩:৩৪ অপরাহ্ণ | মার্চ ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

“বীমায় সুরক্ষিত থাকলে-এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে তৃতীয় জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর সহযেগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় বীমা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ কাজী মোঃ ইসরাফিল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা আহসানুজজামান, নিটল ইন্স্যুরেন্সের জেলা ম্যানেজার মোঃ শামিম কবির প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন দিনাজপুরের উপ-ব্যবস্থাপক নবীউল করিম,অনুষ্ঠানে জীবন বীমার উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জীবন বীমা কর্পোরেশন দিনাজপুরের ম্যানেজার নুর মোহাম্মদ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মোঃ এমদাদুল হক শরিফ।আলোচনা সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সঞ্চয় মানুষের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে।

সঞ্চয়ের মানসিকতা তৈরী ও বীমার প্রতি মানুষের নেতিবাচক ধারনা দুর পারলে মানুষ বীমা গ্রহণে আগ্রহী হবে।মানুষ বীমাগ্রহণে বেশী উদ্বুদ্ধ হবে।তাই বীমীকর্মীদেরকে নিষ্ঠা, সততা ও নৈকিতকার সাথে বীমার উপকারিতা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নিজের জন্যই বীমা প্রয়োজন, এই সত্য কথাটা মানুষকে বুঝাতে সক্ষম হলে মানুষ বীমাগ্রহণের আগ্রহী হবে।

দ্রুত সময়ের মধ্যে বীমা দাবী নিষ্পত্তিতে আরো বেশী যত্নশীল হওয়ার পরামর্শও দেন বক্তারা।অনুষ্ঠানে দিনাজপুরে কর্মরত ৫০টি বীমার কোম্পানীর প্রতিনিধি অংশগ্রহণ করেন।উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন।

সেই দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে ১ মার্চকে জাতীয় বীমা হিসেবে পালনের ঘোষণা দেন।এদিকে ১ মার্চ জাতীয় বীমা দিবস-২০২২ ও সেবা মাস-২০২২ উপলক্ষে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দিনাজপুর সার্ভিস সেন্টারের উদ্যোগে চারুবাবুর মোড়স্থ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ কাজী মোঃ ইসরাফিলসহ সার্ভিস সেন্টারে কর্মরত অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৩২টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও ৪৬টি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীসহ সর্বমোট ৭৮টি ইন্স্যুরেন্স কোম্পানী রয়েছে।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।