শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে জনতা কর্তৃক ফেনসিডিলসহ ২ জন আটক

আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর শহরের লিলির মোড় এলাকায় রবিবার (১৩ এপ্রিল ২০২৫) রাত সোয়া ৮টার দিকে সাধারণ জনগণ একটি প্রাইভেটকার আটক করে, যা থেকে তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।এ সময় গাড়ির চালকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আটককৃতরা হলেন, জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই এলাকার আবু ন‚রের ছেলে প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম (২৬) এবং পাবর্তীপুর উপজেলার উত্তর সালন্দার মন্ডলপাড়া এলাকার কামির উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০)।তবে, রফিকুল ইসলাম (৪৫) নামের আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সুত্রে জানা যায়, যানজটের কারণে লিলির মোড় এলাকায় প্রাইভেটকারটি আটকা পড়ে।এ সময় গাড়ির আরোহীরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা দুজনকে ধরে ফেলে।পরবর্তীতে প্রাইভেটকারের ভেতর তল্লাশি করে তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক ব্যক্তি ও প্রাইভেটকারটি থানায় নিয়ে যান।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রাইভেটকারটি বিরল উপজেলা থেকে ফেনসিডিল নিয়ে দিনাজপুরের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল।উদ্ধারকৃত তিন বস্তায় ৩০১ বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে জানা গেছে।দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, স্থানীয় জনতাপ্রাইভেটকারসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

তিনি আরও জানান, আটক রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পরিবহন ও বিক্রির সাথে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।এই ঘটনায় আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক ব্যক্তির বিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।