দিনাজপুরে চাঁদ ও তারার অপরূপ দৃশ্য দেখতে মানুষের ভিড়
আপডেটঃ ২:২৬ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- এ যেন অন্য রকম একটি অনুভূতি এর আগে কখনোই দিনাজপুরে মানুষ চাঁদের নিচে তারা দেখেনি ২৪ মার্চ পহেলা রমজান শুক্রবার ইফতার শেষে নামাজের পরে আকাশে চাঁদের নিচে তারা এই অপরূপ দৃশ্য দেখা গেল।শুধু সূর্যাস্ত বা চন্দ্রাস্ত দেখেছে সমগ্র দিনাজপুরের মানুষেরা।এখন একটি নতুন দৃশ্য যা সবাইকে আকর্ষিত করেছে।
ইফতারের পর দিনাজপুর জেলা জুড়ে মসজিদে নামাজ শেষে মানুষ গুলো এই অদ্ভুত দৃশ্য দেখে উৎসাহিত হতে লাগলো।চাঁদের নিচে তারা স্বপ্নের দৃশ্য দেখছেন।মাএলাকাবাসী অন্য রকম আনন্দে বিভোর এবং তারা ও চাঁদের বিভিন্ন প্রকারের ফটো তুলে শেয়ার করছেন।এই দৃশ্যটি স্থানীয় মানুষের মাঝে বিশেষ স্থান পেয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।