দিনাজপুরে ঘুষ দিয়েও সরকারি বাড়ি পেল না জ্যোতিশ
আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২১
নিউজ ডেস্কঃ
গরু বিক্রি করে অনেক কষ্টে জমানো টাকা ঘুষ দিয়েও সরকারি বাড়ি বরাদ্দ পেল না হতভাগ্য দিনমজুর জ্যোতিশ চন্দ্র রায় মর্মে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থ বছরের দুর্যোগ সহনশীল ঘর বরাদ্দের নামে ২০২০ সালের জুলাই মাসে ২নং ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র সরকারি ঘর বরাদ্দের নামে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মথুরাপুর মৃত দধিরাম রায়ের পুত্র জ্যোতিশ চন্দ্র রায়ের নিকট ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন।এ সময় অত্র এলাকার কালি মোহন বন্দ্যোপ্যাধ্যায়, দোমাসী বেওয়া, কালি বাবু সহ অনেকেই টাকা দেয়ার সময় উপস্থিত ছিল মর্মে অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন।জ্যোতিশ চন্দ্র রায় এ প্রতিনিধিকে জানান, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রের বিরুদ্ধে আমি ইতোমধ্যে কাহারোল নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বিষয়ে অবগত করে লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে মুঠোফোনে উক্ত ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রের সাথে কথা হলে তিনি বলেন, ধমকের সুরে বলেন আপনি কোথায় আছেন? পরে এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বললো, আমি মিটিংয়ে আছি বলে ফোনটির লাইন কেটে দেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।