দিনাজপুরে কৃষক-দলের উদ্যোগে মানব-বন্ধন অনুষ্ঠিত
আপডেটঃ ১২:৩৮ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধি:- কৃষি উপকরণের সীমাহীন মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের উর্ধগতি, কৃষকের আত্মহত্যার কারণ উদঘাটন ও দায়ীদের বিচারের দাবিতে দিনাজপুরে কৃষকদল মানববন্ধন কর্মসূচী পালন করেছে।বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় এই মানববন্ধন র্অমসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে।বক্তারা কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের উর্ধ্বগতি, কৃষকের আত্মহত্যার কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান, কৃষকদল দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন আহম্মমেদ মন্ন্ডডল, সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়াসহ কৃষক দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।