সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

আপডেটঃ ৭:০৯ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য, আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে এই র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রোববার (৯ অক্টোবর-২০২২) সকালে (১২ রবিউল আউয়াল-১৪৪৪ হিজরী) দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।প্রধান অতিথি হিসেবে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।র‌্যালি শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় হুইফ ইকবালুর রহিম এমপি বলেন, মহানবী (সাঃ) মানবজাতির জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় উপহার।

মানব সভ্যতার সবচেয়ে সমৃদ্ধ পর্যায়গুলোর প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবীর (সাঃ) অতুলনীয় মহত্ত¡ ও গুণের ছাপ স্পষ্ট।বিশ্বশান্তি, ন্যায় ও মানবকল্যানের পথ প্রদর্শক ছিলেন হযরত মুহাম্মাদ (সাঃ)।ইসলাম শান্তির ধর্ম।রাসূলুল্লাহ (সাঃ) বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান রেখে গেছেন তা সভ্যতার ইতিহাসে নজিরবিহীন।

হযরত মুহাম্মাদ (সাঃ) বিশ্বশান্তির স্মারক হয়ে আছেন এবং থাকবেন।বস্তুত সমাজে অনাচার, অবক্ষয় ও অশান্তি দেখে রাসূল সাঃ মর্মপীড়ায় ভুগতেন এবং এ অবস্থা থেকে উত্তরণের জন্য একটা যৌক্তিক উপায় খুঁজে বের করতে মনোনিবেশ করেছিলেন মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)।

দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী’র সভাপতিত্বে ও ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলীম আহমাদ’র সঞ্চালনায় অনষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন,।

আরো উপস্থিত ছিলেন, শহর আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শফিউল্লাহ খান সুক্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক লাবু, সাবেক সাধারণ সম্পাদক এসএম খুশনুদ আলম।

এছাড়া র‌্যালিতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, মাদরাসার ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।এদিকে অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১৭ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান করা হয়।

এছাড়া দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের আয়োজনে রক্তদান কর্মসুচী ও মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর