সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপডেটঃ ৭:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২২

নিউজ ডেস্কঃ

 দিনাজপুর:- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৪ হিজরী উপলক্ষে শহরের চাউলিয়াপট্টি শিক্ষা দপ্তর সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাউলিয়াপট্টি যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কুরআন এই মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (৭ অক্টোবর-২০২২) বাদ এশা অনুষ্ঠিত মাহফিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলাী চিন্তাবিদ দিনাজপুর ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক ও কোতয়ালী থানা জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ সাব্বির আহমাদ ও সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইলের ইমামে আজম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদ আজহারুল ইসলাম এরশাদী।

দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফ উজ্জামান বাবু’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদুল সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু।

মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন।সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর ।