দিনাজপুরে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ
আপডেটঃ ৯:৪০ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১ হাজার ৫০০ গরিব ও দুস্থ পবিারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল-ডালসহ খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও দিনাজপুর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।শুক্রবার (৮ জুলাই-২০২২) সকাল ১০টায় কসবাস্থ নিজ বাসভবনের সামনে মুরাদ আহম্মেদকে সাথে নিয়ে গরিব ও দুস্থ মানুষের হাতে এসব খাদ্য-সামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাউন্সিলর মুরাদ আহম্মেদের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহবুব আহম্মেদ।এ সময় বিএনপি নেতা মোঃ সিরাজ আলী সরকার, মোঃ ফজলুর রশিদ ফজলু, আলহাজ্ব মোঃ মোকাদ্দেসুর রহমান তুহিন, যুব নেতা মোঃ শামিম, বিএনপি রাজিব, মতিয়ার রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঈদ উপহারের ১ হাজার ৫০০ প্যাকেটের মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে-৫ কেজি চাল, দুই কেজি আলু ও আধা কেজি ডাল।উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারেও গরিব ও দুস্থ পবিারের মাঝে ঈদ উপহার হিসেবে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও দিনাজপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।
IPCS News : Dhaka : মাহবুবুল হোক খান : দিনাজপুর।