দিনাজপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফির অনুষ্ঠিত
আপডেটঃ ১২:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মুহঃ ওমর ফারুক।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান আবু সালেহ মোহাম্মদ ইদ্রিস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূক ফারুক চৌধুরী শামীম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোক্তার হোসেন।
আলোচনা করেন ইসলামী সিকদারহাট আউট লেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোঃ মশিউর রহমান।
ইফতার মাহফিলে ইসলামী ব্যাংকের সুধী, গ্রাহকহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোক্তার হোসেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর