সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেটঃ ২:৩২ অপরাহ্ণ | জুন ২২, ২০২২

নিউজ ডেস্কঃ

 দিনাজপুর:- বিএনপির চেয়ারপার্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুন) বাদ আসর সিকদারহাটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম জাকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের কোষাধ্যক্ষ রাশেদ উজ জামান রুপন, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুর রশিদ ফজলু, মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সাগর, কোতয়ালী যুবদলের আহবায়ক শামিম আক্তার, আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমান মাজেদ, যুগ্ম সম্পাদক মোঃ দুলাল হোসেন, সাংগঠিনক সম্পাদক খাদেমুল ইসলাম,বিএনপি নেতা শহিদুল ইসলাম, রবিউল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন জেরা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর ।