সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে আইইবিথর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত

আপডেটঃ ১১:৪৯ পূর্বাহ্ণ | মে ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- আনন্দ, উৎসব ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ও দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, (আই.ই.বি)থর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) ২০২৪ পালিত হয়েছে।৭ই মে মঙ্গলবার (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা ও (আই.ই.বি)থর পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শান্তির প্রতীক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, উৎসব র‌্যালি শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায়(আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌ: মো. মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: মো. মুরাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ : মো. মনসূরুল আজিজ, গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ : মো. আব্দুল্লাহ আল মামুন, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌ : মো. ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ : এস. এম. শাহিনুর ইসলাম, হাউজিং, দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌ : মো. আসাদুজ্জামান, ইইই, হাবিপ্রবিথর সহকারী অধ্যাপক প্রকৌ : মো. সফিকুল ইসলাম, হাবিপ্রবিথর সহ : অধ্যাপক প্রকৌ : মো. মিজানুর রহমান, ইইই, হাবিপ্রবিথর সহ : অধ্যাপক প্রকৌ : মো. ফেরদৌস ওয়াহিদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌ : জয়ন্ত কুমার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌ : মো. জাবেদ আলী ও হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌ : মো. সৈকত আলী।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।