দিনাজপুরে অবৈধ দোকান-পাট উচ্ছেদ অভিযান
আপডেটঃ ৯:৫৮ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- গতকাল রবিবার ৫ মার্চ দুপুর আনুমানিক ১২ টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে দীর্ঘ এক যুগের বেশি অবৈধ দোকান-পাট করে পেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক ছত্র ছায়ায় অবৈধ ভাবে দোকান-পাট ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল অবৈধ দোকানপাট ব্যাবসায়ীরা।অবৈধ দোকানপাট উচ্ছেদের ব্যাপারে দিনাজপুর রেলওয়ে সুপারিন্টেন্ডেন্ট (এসএস) এবিএম জিয়াউর রহমান (জিয়া) জানান, বাংলাদেশ রেলওয়ে (জিএম) এর নির্দেশে এই অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে।রেলওয়ে প্ল্যাট ফর্মের ভেতরে বৈধ দোকানদার গণ জানান রেলওয়ে (জিএম) কর্তৃক ঘোষিত রেলওয়ে প্ল্যাট ফর্মের ভেতর কোন দোকানপাট থাকবেনা তারই প্রেক্ষিতে রেলওয়ে প্ল্যাট ফর্মের বাহিরে বৈধ লাইসেন্স ধারীদের প্ল্যাট ফর্মের বাহিরে স্টেশন চত্বরে সুন্দর সুশৃংখল ভাবে (এসএস) সাহেব আমাদের বৈধ ব্যাবসায়ীদের সারিবদ্ধ ভাবে দোকান বসিয়ে সুন্দর ভাবে ব্যাবসা করার সুযোগ করে দেন, এতে করে আমরা খুশি তবে অবৈধ দোকানপাট পরিচালকরা বিভিন্ন ভাবে উচ্ছেদ অভিযানের কর্মকর্তাদের হয়রানির চেষ্টা করছে যা আমরা প্রত্যাখ্যান করছি।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন (এস এস ) প্রশাসন রেলওয়ে নিরাপত্তা বাহিনী( আর এন বি) এবং রেলওয়ে থানা( জি আর পি) পুলিশসহ স্থানীয় সাংবাদিক, সুধিসমাজের নেতৃবৃন্দ ।
আIPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।