দিনাজপুরে অনুষ্ঠিত হলো ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন যুব কর্মশালা
আপডেটঃ ২:১৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব।এ উদ্যোগের ফলে সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।
১২ ডিসেম্বর, ২০২৪, দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন” শীর্ষক এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর-এ-আলম, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার শাখা, দিনাজপুর।প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারহানা ফেরদৌসি শিউলি, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা), যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ, সুমন ফ্রান্সিস গোমেজ (কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ এনালিস্ট, ইউএনডিপি), শামীমা আক্তার শাম্মী (জেন্ডার এনালিস্ট), এবং মোঃ আবু বককর সিদ্দিক (ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প)।
“গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন” কর্মশালার মূল উদ্দেশ্য ছিল যুব প্রতিনিধিদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং তাদের মধ্য দিয়ে গ্রামের জনগণকে এ বিষয়ে আরও উৎসাহিত করা।অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ পরিবার, এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রচার চালাতে উৎসাহী হয়ে ওঠেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী গ্রাম আদালতের মাধ্যমে সহজ, স্বল্প ব্যয়ে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারিক সেবা পেতে পারে।যুবসমাজ এই কার্যক্রমে বড় ভূমিকা রাখতে পারে।কর্মশালায় অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা জানান, তারা এই কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের সেবা এবং বিচারিক কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা পেয়েছেন।
তারা এখন গ্রামের মানুষজনকে গ্রাম আদালতে গিয়ে বিরোধ নিষ্পত্তিতে উদ্বুদ্ধ করতে পারবেন।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটি স্থানীয় সরকার, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পটি ৬১ জেলার ৪৬৮টি উপজেলায় ৪,৪৫৩টি ইউনিয়ন পরিষদে কার্যক্রম পরিচালনা করছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।