শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেটঃ ১১:২৩ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন:আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী, এবং বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবু হেনা মোস্তফা কামাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর মো: আব্দুর রউফ।দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।