সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরের বিরলে প্রাণ কোম্পানীর পিকআপ চালক খুন

আপডেটঃ ২:০৮ অপরাহ্ণ | জুন ২২, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের বিরলে প্রাণ কোম্পানির পিকআপ ভ্যানচালক গোলাম মোস্তফাকে (৩০) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরলে ধুকুরঝারি বাজার সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে।নিহত গোলাম মোস্তফা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মোকাদ্দেস হোসেনের ছেলে।গোলাম মোস্তফা দিনাজপুরের ফুলবাড়ী রাঙ্গামাটি ফার্মগেট প্রাণ কোম্পানির অলটাইম বিস্কুট এজেন্সিতে গত এক বছর ধরে পিকআপ চালক হিসেবে কর্মরত ছিলেন।পিকআপের হেল্পার পিন্টু জানান,  ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে পিকআপ যোগে দিনাজপুর ফুলবাড়ী ফিরে আসার  পথে বিরলের ধুকুরঝারি বাজার সংলগ্ন পল্লী বদ্যুৎ সাব-স্টেশনের সামনে পৌঁছালে পিছন থেকে চারটি মোটর সাইকেলে করে একদল দুর্বৃত্ত পিকআপের গতিরোধ করে গোলাম মোস্তফাকে পিকআপ থেকে টেনে হেঁচড়ে রাস্তার উপর নামায়।

আমি (পিন্টু) এতে বাধা দিলে আমাকেও কিল ঘুষি লাথি মেরে রাস্তার উপর ফেলে দেয়।এদের মধ্যে এক দুর্বৃত্ত পকেট থেকে ধারালো ছুরি বের করে গোলাম মোস্তফার বাম পায়ে কোমরের নিচে দিয়ে কেটে দেয়।পায়ের রগ কেটে দেওয়ার পর  তাৎক্ষণিক ভাবে দুর্বৃত্তরা পুনরায় ধুকুরঝারি দিকে তাদের মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে ৯৯৯ নাম্বারে ফোন করে এম্বুলেন্সে করে রক্তাক্ত অবস্থায় পিকআপচালক গোলাম মোস্তফাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

দিনাজপুর বিরল থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।দুর্বৃত্তদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।