সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দায়িত্ব গ্রহন রাসিকের ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর রাসেল জামান

আপডেটঃ ৩:০০ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. রাসেল জামান দায়িত্ব গ্রহণ করেছেন।গতকাল রোববার (১৪ নভেম্বর) দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি।তাঁকে দায়িত্ব হস্তান্তর করেন ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউন নবী (দুদু) গত ২৪ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করায় সিটি কর্পোরেশনের অফিস আদেশে ২৭ জুলাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুকে ০৯নং সাধারণ আসনের দায়িত্ব (সাময়িক) প্রদান করা হয়।এরপরে গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী মো. রাসেল জামান নির্বাচিত হন।

৭ নভেম্বর ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিলর রাসেল জামানকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।