রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দায়িত্ব গ্রহণের পর আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে খলিলুর রহমান

আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | নভেম্বর ২১, ২০২৪

দায়িত্ব গ্রহণের পর আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে খলিলুর রহমান

নিউজ ডেস্কঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই খলিলুর রহমান আজ বুধবার পঙ্গু হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে যান।

আহতদের দুশ্চিন্তা ও প্রত্যাশা

হাসপাতালে আহতদের সঙ্গে আলাপের সময় তাঁরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন:

  1. অর্থনৈতিক চাপ: চিকিৎসাধীন থাকায় তাঁরা কাজ করতে পারছেন না এবং তাঁদের পরিবার ধার-দেনার মধ্যে পড়েছে। পাওনাদারদের চাপ তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
  2. ভবিষ্যৎ কর্মসংস্থান: গুরুতর আহত ব্যক্তিদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়েও দুশ্চিন্তা রয়েছে।

খলিলুর রহমান এই উদ্বেগগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, আন্দোলনকারীদের অবদানের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, যা তাদের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

আন্তর্জাতিক ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু

পঙ্গু হাসপাতালে সাক্ষাতের পর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। রোহিঙ্গা ইস্যুতে তাঁর মূল লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা। তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের অধিকার রক্ষায় এবং এই সংকটকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে জাতিসংঘে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উৎসাহ ও অঙ্গীকার

আহতদের সঙ্গে সাক্ষাতের পর খলিলুর রহমান বলেন, “আমরা যদি নতুন দিকের পথে এগোতে চাই, তবে যাঁরা আমাদের জন্য লড়াই করেছেন, তাঁদের অবহেলা করা উচিত নয়। তাঁদের সমর্থন ও পুনর্বাসনে কাজ করতে হবে।”

এই উদ্যোগ ও অঙ্গীকার খলিলুর রহমানের দায়িত্ব পালনের প্রতি তাঁর নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

IPCS News : Dhaka