সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দনাজপুর সদরের আস্করপুর ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে জেলা চাউল কল মালিক গ্রুপ

আপডেটঃ ৭:৩৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর জেলা চাউল মালিক গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিক সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চাউল মালিক গ্রুপের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পুলহাটস্থ জেলা চাউল মালিক গ্রুপের কার্যালয়ে সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুগ্রুপর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।অনুষ্ঠানে জেলা চাউল মালিক গ্রুপের সহ-সভাপতি প্রতাপ কুমার সাহা পানু, সাংগঠনিক সম্পাদক গোলাম সাজেদুর রহমান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম-২, প্রচার সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, নির্বাহী সদস্য রজত বসাক প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিককে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি দিনাজপুরের একজন সৎ, সাহসি ও পরিচিত ব্যবসায়ী।দিনাজপুরে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

আগামী দিনে আমরা তাঁকে আরো বড় কোন পদে দেখতে চাই। তিনি তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম মালিক গ্রুপের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক এবার নিয়ে ৪ বারের মত সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এছাড়া তিনি জেলা চাউল মালিক গ্রুপের সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।