তুরাগ তীরে তাবলিগের সংঘর্ষ: ৪ নিহত, অর্ধশতাধিক আহত
আপডেটঃ ১:১৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
তুরাগ তীরে তাবলিগ জামায়াতের সংঘর্ষে চার জন মুসল্লি নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন হওয়ার কথা জানান।
তিনি বলেন, ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাবলিগ জামায়াত দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াতি কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি সংগঠন। ইসলামের সুমহান আদর্শ প্রচারে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশ এবং উম্মাহর স্বার্থে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ নিহতদের প্রতি রহম করুন, তাদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দোয়া করেন, আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
এ ঘটনায় সবাইকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন।
IPCS News : Dhaka :