সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

তিন মাস অতিবাহিত হলেও খুঁজে পাওয়া যায়নি লাকি বেগমকে

আপডেটঃ ৩:১৯ অপরাহ্ণ | মে ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- হন্নে হয়ে খুঁজছেন লাকি বেগমের পরিবার, কোথাও মিলছে না তার হুদিস।দিনাজপুর জেলা জুড়ে করছেন মাইকিং ছবিসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন স্বজনেরা, অঝরে কাঁদছেন স্বপরিবার, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাক্সক্ষীরাও খুজছেন লাকি বেগমকে, সংসারে ৩ সন্তানের মধ্যে ১ ছেলে ২ মেয়ে, কন্যা সন্তান ২টি, বড় মেয়ে মোছা. তাঞ্জিলা আক্তার, ছোটো মেয়ে মোছা. তানিয়া আক্তার তাদের বিয়ে হয়েছে।নিখোঁজ লাকি বেগম, স্বামী মোঃ তোজাম্মেল হক, শাশুড়ি মোছা. মমতাজ বেগম, মিলে দিনাজপুর বড় বন্দর নতুন পাড়ায় সুখে শান্তিতে বসবাস করছিলেন তারা, তবে পরিবার এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, লাকি বেগম মানসিক ভাবে অসুস্থ ছিলেন, তিনি মসল্লার ব্যবসা করতেন চিরিরবন্দর উপজেলা এলাকায়, তাকে ছোট বড় সকলেই (নানি) বলে ডাকতেন, এ নামেই পরিচিত ছিলেন তিনি।

দিনাজপুর পৌরসভাধীন ওয়ার্ড নং-০৬ এর বড়বন্দর, (নতুন পাড়া) এলাকা থেকে মো. তোজাম্মেল হকের স্ত্রী, মোছা. লাকি বেগম বয়স (৪২) মানসিকভাবে অসুস্থ-নিখোঁজ হয়েছেন।গত ২৯ জানুয়ারি (২০২৪) দুপুর আনুমানিক এক ঘটিকার সময় বাসা থেকে এক পোশাকে বাহির হন তিনি।অতঃপর ৩(তিন) মাস অতিবাহিত হলেও তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে দিনাজপুর কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।যার নং-১৯৫০ তারিখ ২৯/০৪/২০২৪ যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি নিখোঁজ হওয়া লাকি বেগমের সন্ধান দিতে পারেন তাহলে তাকে পরিবারের তরফ থেকে পুরস্কৃত করা হবে।

মো. তোজাম্মেল হক, মোবাইল নং-০১৭৫০৬৪৪২৯৮ অথবা দিনাজপুর কোতোয়ালী থানার এস.আই সবুজ, মোবাইল নং-০১৭১৮৮৯৭৫৪৪ যোগাযোগের জন্য অনুরোধ করেছেন নিখোঁজ হওয়া লাকি বেগমের পরিবার।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।