সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দাকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

আপডেটঃ ৬:১৫ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ আগষ্ট-২০২৩) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ।পরে পুলিশের বেধে দেয়া সীমানার মধ্যে সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলি চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম যুগ্ম সম্পাদক (আ ন ম) বজলুর রশিদ ও প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ২ আগস্ট বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের ও তারেক রহমানকে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।