তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান
আপডেটঃ ১:২৫ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০২১
নিউজ ডেস্কঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সার্কিট হাউসে এ শুভেচ্ছা প্রদান করেন তিনি।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য আমানুল্লাহ আমান।পরে সেখানে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।তুলে ধরেন সরকারের নানা উন্নয়ন ও সফলতার চিত্র।সংবাদ সম্মেলনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলুসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : জি এম হাসান ই-সালাম বাবুল : রাজশাহী।