তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি: আপিল বিভাগের নতুন তারিখ ১৯ জানুয়ারি
আপডেটঃ ১১:৪৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের রিভিউ শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।রোববার বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় বৃদ্ধির আবেদন করেন, যেখানে জামায়াতও একই ধরনের আবেদন জানায়।শুনানিতে আপিল বিভাগ মন্তব্য করে, পঞ্চদশ সংশোধনীর মামলার সঙ্গে এই মামলার সম্পর্ক রয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে এবং ১৯ জানুয়ারি নির্ধারিত তারিখে আর কোনো সময় দেওয়া হবে না।গত ২৩ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৬ অক্টোবর একই বিষয়ে রিভিউ আবেদন করেন।উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সুপ্রিম কোর্ট।তবে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে সিদ্ধান্তের সুযোগ রেখেছিলেন।
IPCS News : Dhaka :