সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় নবান্ন উৎসব: গ্রামীণ আনন্দ শহরে

আপডেটঃ ১:৫৮ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় আজ, ১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা এবং কৃষকের সুখ-শান্তির প্রকাশ হিসেবে পালিত এই উৎসবটি এবারও আয়োজন করা হয়েছে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্যে।

প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৭টায় বাঁশি বাজারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাজে সজ্জিত হয়ে, নানা ধরনের পিঠাপুলি, বাহারি পোশাক, এবং রঙিন সজ্জায় বকুলতলায় এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন। বাঁশির মায়াবী সুর, নাচ, গান এবং আবৃত্তি এদিনের অনুষ্ঠানের প্রাণবন্ত অংশ হিসেবে উঠে এসেছে, যা পুরো চারুকলা ক্যাম্পাসকে মুখরিত করেছে।

অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ চলবে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ শুরু হবে দুপুর ২টা থেকে, যা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করবে। নবান্ন উৎসবটি শুধুমাত্র কৃষকের আনন্দ উদযাপন নয়, বরং শহুরে তরুণ প্রজন্মের মাঝে বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সংযোগ স্থাপন করার একটি প্রয়াস।

চারুকলার শিক্ষার্থীরা এবং স্থানীয় শিল্পী-সংগঠনের সদস্যরা পিঠাপুলি তৈরি, বাঙালি পোশাক এবং সংস্কৃতির নানা উপাদান তুলে ধরার মাধ্যমে এই ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন দর্শকদের সঙ্গে। এ বছরও নবান্ন উৎসবের মাধ্যমে ঢাবি চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বাংলার কৃষি-সংস্কৃতির প্রতি নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করছে।

IPCS News : Dhaka : নিজস্ব প্রতিবেদক।