ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ‘ক’ ইউনিটে ৯০ শতাংশ ফেল
আপডেটঃ ৩:১১ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০২১
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক ইউনিট ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশীত হয়েছে।প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।পাস করেছে ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ১০শতাংশ।ক ইউনিটের ১৮১৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, পরীক্ষায় অংশ নিয়েছে ৯৪ হাজার ৫০৯ জন।উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বুধবার দুপুর ১টায় ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফল প্রকাশ করেন।পাসকৃত শিক্ষার্থীদের নভেম্বরের ৪ তারিখ বিকাল ৩ টা থেকে ২১ নভেম্বর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ঢুকে ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদন-কারীদের ৪-১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে, যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।
*** ১ম স্থান অধিকার করেছেন “বগুড়া আজিজুল হক কলেজের“ “মেফতাহুল আলম সিয়াম“ ভর্তি পরীক্ষায় তার স্কোর- ১১৭.৭৫।
*** ২য় স্থান অধিকার করেছেন “চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী “আসিফ করিম“ তার স্কোর- ১১২.৭৫।
*** ৩য়“ হয়েছেন, “খুলনা পাবলিক কলেজের“ শিক্ষার্থী “নিত্য আনন্দ বিশ্বাস“ তার স্কোর- ১১১.৯৫১।
IPCS News : Dhaka :