সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিল দায়ের

আপডেটঃ ১২:২০ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে, বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবি জানানো হয়।

গত ১৯ নভেম্বর, এই রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনের কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এই আপিলের মাধ্যমে রাষ্ট্রপক্ষ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ স্থগিত করার চেষ্টা করছে। আপিলটি আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

IPCS News : Dhaka