ডিবি পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা খারিজ করেছেন আদালত
আপডেটঃ ৬:২৭ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিজ্ঞ দায়রা জজ আদালত দিনাজপুরে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের, এ এস আই সাদ্দাম হোসেন, এস আই মো. সোহেল, কনস্টেবল মোছা. লিমা, মো. ইছানূর রহমান, অজ্ঞাতনামা দুই জনসহ পাঁচজন ডিবি পুলিশের বিরুদ্ধে গত ২১/০২/২০২৩ রাত্রী আনুমানিক সাড়ে ৮ টায় জর পূর্বক বাড়িতে প্রবেশ, মাদক বিক্রির দায়ে গ্রেপ্তারের হুমকি, ব্যাংক হিসাবের চেকসমূহ, জরপূর্বক নগদ (৭৭,০০০) সাতাত্তর হাজার টাকা নিয়ে নেওয়া , (৫,০০,০০০) পাঁচ লক্ষ টাকা দাবি করার দায়ে, অভিযোগ দায়ের করেন শেখহাটি রাণীগঞ্জ মোড় সাং-ভবানীপুর, থানা কতোয়ালী, জেলা দিনাজপুরের বাসিন্দা, মৃত জালাল উদ্দিন এর কন্যা মোছা. নুপুর জাহান জেরিন।অভিযোগে উল্লেখ করেন তার পিতা মৃত জালাল উদ্দিন, মাদক দ্রব্য গাঁজার ব্যবসা করতেন।জালাল উদ্দিন গত ছয় বছর আগে মৃত্যু বরণ করেছেন।
উক্ত সময় অভিযোগকারিণীর মাতা পারভিন বেগম, স্বামী জালাল উদ্দিন এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিল।বর্তমানে পারভিন বেগম, গরু-ছাগল পালন করিয়া জীবিকা নির্বাহ করছেন।অভিযোগের প্রেক্ষিতে দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. যাবিদ হোসেন স্বাক্ষরিত ০৮/০৫/২০২৩ তারিখে দায়রা মামলা নং- ৭০৫/২০২৩ সার্বিক অবস্থা পর্যালোচনায়, নালিশি দরখাস্তের প্রেক্ষিতে আনিত অভিযোগের বিষয়ে সত্যতা আছে কিনা তৎমর্মে অনুসন্ধানের আবশ্যকতা অনুভ‚ত হচ্ছে।
এমতা অবস্থায় নালিশি দরখাস্তে বর্ণিত অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য পুলিশ সুপার দিনাজপুরকে নির্দেশ প্রদান করেন, এবং আগামী ৩১/০৫/২০২৩ তারিখে প্রতিবেদন প্রাপ্তির জন্য ধার্য করেন, নালিশি দরখাস্ত এবং সংশ্লিষ্ট কাগজ পত্রসহ আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার বরাবর প্রেরণ করা হয়।
গত ১৪/০৬/২০২৩ শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম, পুলিশ সুপার স্বাক্ষরিত-১৪/০৬/২০২৩ স্মারক নং ৮৯০/ সি দায়রা মামলা নং- ৭০৫/২০২৩ সংক্রান্তে মোছা. নুপুর জাহান জেরিন কর্তৃক দিনাজপুর জেলা ডিবি-এর পুলিশ সদস্যগণের বিরুদ্ধে করা অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞ দায়রা জজ আদালত, দিনাজপুরের স্মারক নং-১৬৩৯ তাং ০৮/০৫/২০২৩।
উপযুক্ত বিষয় সূত্রোক্ত ও স্মারকের প্রেক্ষিতে সদয় অবগত করা যাচ্ছে যে, অভিযোগকারিণী মোছা. নুপুর জাহান জেরিন (২৪) পিতা মৃত জালাল উদ্দিন, সাং-ভবানীপুর , থানা-কোতয়ালী , জেলা দিনাজপুর বিজ্ঞ দায়রা জজ আদালত দিনাজপুর বরাবর একখানা অভিযোগ দাখিল করেন অভিযোগ-কারিণীর দাখিলকৃত অভিযোগ জনাব আব্দুল্লাহ-আল-মাসুম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) দিনাজপুর কর্তৃক অনুসন্ধান করানো হয়েছে।
তিনি অভিযোগের বিষয়বস্তু অনুসন্ধানকালে অভিযোগকারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাক্ষ্য গ্রহণ করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন।অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিলকৃত মূল অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় অভিযোগকারিণীর অভিযোগের সত্যতা পাননি।
অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিলকৃত মূল অনুসন্ধান প্রতিবেদন এবং স্মারক পত্রের কপি পরবর্তী ব্যবস্থা গ্রহণার্থের জন্যে আদালতে জমা দেন।দিনাজপুর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক, অভিযোগকারিণীর অভিযোগের কনো প্রকার সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।