সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ট্রেন ও যাত্রী নিরাপত্তায় পশ্চিম রেলওয়ের ২৪ ট্রেনে বসছে সিসি ক্যামেরা

আপডেটঃ ৬:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার যাত্রী নিয়ে ৩৭ জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে।এসব ট্রেন এবং যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঢাকাগামী ১৬টিসহ মোট ২৪টি ট্রেনে বসাচ্ছে সিসি ক্যামেরা।রেলের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা।রেল কর্মকর্তারা বলছেন, এটা সার্বিক নিরাপত্তাসহ ট্রেনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এর ফলে কমবে নাশকতা।সেইসঙ্গে কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত চিহ্নিত করার পাশাপাশি আইনের আওতায় আনা সম্ভব হবে।বাংলাদেশ রেলওয়ে বিশেষ করে পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেল লাইনে নাশকতা, বগি লাইনচ্যুত, ট্রেনে আগুন দেয়া, ট্রেনের ভেতর জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা নাশকতার ঘটনায় যাত্রী নিরাপত্তার উদ্বিগ্ন রেলওয়ে কতৃপক্ষ।তাই রেলপথ, ট্রেন ও ট্রেন যাত্রীদের নিরাপত্তায় নড়েচড়ে বসেছে রেলওয়ে প্রশাসন।

এরইমধ্যে পশ্চিমাঞ্চলের  ছয়টি আন্তঃনগরসহ ১৮টি ট্রেনকে আনা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়।কোচ গুলোর ভেতরে সিসি ক্যামেরা থাকলেও এবার ট্রেনের বাইরে স্থাপন করা হবে ক্যামেরা।এরফলে ট্রেনসহ নিশ্চিত করা হবে যাত্রীর নিরাপত্তা।ট্রেনযাত্রীরা বলছেন,দেরিতে হলেও ট্রেন ও যাত্রীদের নিরপত্তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আব্দুল হাকিম নামের একটা যাত্রী বলেন, এটাতে আমি একজন যাত্রী হিসেবে খুবই নিরাপত্তাবোধ করছি।এটা আসলে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে ট্রেনে এমন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।রাজশাহী থেকে ঢাকগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ট্রেনের যাত্রী ফিরাজা খানম বলেন, সিসি ক্যামেরার ফলে নাশকতার আর কোনো ভয় থাকবে না।

কে করবে সেটা ধরা পড়ে যাবে।যাত্রীদের জন্য উপকারী হবে এই সিসি ক্যামেরা।ঢাকা থেকে রাজশাহী আসা ধুমকেতু ট্রেনের যাত্রী খায়রুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার সবদিক দিয়েই ভালো দিক আছে।কোনো দুর্ঘটনা ঘটলে ফুটেজ দেখে আইডেন্টিফাই করা যাবে।সব মিলিয়ে বলা যেতে পারে এটি রেলকতৃপক্ষের একটি যুগান্তকারী  প্রশংসনীয় উদ্যোগ।

পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তারা বলছেন,ট্রেনে সিসি ক্যামেরা স্থাপনের  ফলে শুধু যাত্রী নিরাপত্তা নয়, ট্রেনের বাইরে এবং ভেতরে থাকা রেল সদস্যরাও আসবেন নজরদারির আওতায়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আমাদের সম্মানিত যাত্রী যারা আছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান দেখে এবং সেই রিপোর্টটা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।তবে আমার ধারণা ঢাকাগামী ১৬টি ট্রেন ও রূপসা-সীমান্তসহ সর্বমোট ১৮টি ট্রেনে প্রাথমিকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।রেল পুলিশের উর্ধতন কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্তারা বলছেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নয়।

ট্রেন এবং যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তারা।পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ডেন্ট আশাবুল হক বলে,লোকবল সল্পতা থাকলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলপথ, ট্রেন ও স্থাপনাসহ রেলের সকল মালামালের নিরাপত্তায় বিরামহীন ভাবে কাজ করছে।চলন্ত ট্রেনে সিসি ক্যামেরা স্থাপনে নাশকতা কারীকে সনাক্ত করা সহজ হবে।

পাকশী রেলওয়ে পুলিশের সুপার শাহাব উদ্দিন বলেন, আমি আশা করছি সিসি ক্যামেরা স্থাপনের ফলে ইন্টার্নাল এবং এক্সটার্নাল কোনো ধরনের কোনো সমস্যা হবে না।আমাদের জনবলের স্বল্পতা থাকলেও আমরা যাত্রী এবং ট্রেনে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।