ট্রেনের নিচে পড়ে দুই পা বিছিন্ন
আপডেটঃ ১১:২৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে দুই পা হারালেন ফুটপাতে ভাত ব্যবসায়ী বুলু বেওয়া (৬৫)।২৭ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।সে আড়ানী নুরনগর গ্রামের মৃত রব্বেল আলীর স্ত্রী বলে জানা গেছ।স্থানীয়রা জানান, বুলু বেওয়া আড়ানী রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ফুটপাতে ভাত বিক্রি করেন।শনিবার সকালে রেললাইন পার হয়ে নিজ দোকানে আসছিলেন।এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের ধাক্কায় চাকার নিচে পড়ে দুটি পা কাটা পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে আড়ানী রেলস্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, ট্রেনের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মাইকে বারবার ঘোষণা করা হয়।তার পরও এক নারী রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।