সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক মারা গেছেন।নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫)।তিনি বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে।তিনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পবা উপজেলার বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির জানান, দুপুরে মাসুদ রানা মোটরসাইকেলে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন।রাজ কোল্ড স্টোরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।তিনি আরও জানান, নিহত মাসুদ রানার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।ট্রাকটি জব্দ করা হয়েছে।কিন্তু চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন।তাদের আটকের জন্য অভিযান চলছে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

IPCS News Report : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।