সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) ফল

আপডেটঃ ২:১০ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল)এর ১ম পর্বের খেলা গতকাল শুক্রব্রা (৮ এপ্রিল) মুক্তি-যুদ্ধস্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্রগ্রাম আবাহনী লিঃ ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাকে।বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলার ইবিমুবই থ্যাকংগড ৮৪ ও কেহেনলি ইয়াশা আনিফোওয়াসি ৮৬ মিটিটের মাথায় গোল করেন।বিজিত দলের পক্ষে মোঃ আল আমিন খেলা শুরুর ২টি মিনিটের মাথায় গোল করে যাত্রা শুরু করেন।কিন্তু ধরে রাখতে পারেনি পুলিশ ক্লাব।হারিয়ে গেল তাদের হাত থেকে জয়েরমুকুট।শেষ মুহুর্তের গোল দুটিই হলো তাদের জন্য হারার পালা।আগামী ২৩ মার্চ থেকে ২য় পর্বের খেলা শুরু হওয়ার কথা আছে তবে এর তারিখ পরিবর্তন হতেও পারে বলে জানান বাফুফের ক্লাব লাইস্নেসিং অফিসার মোঃ মিরাজুল ইসলাম

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।