সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

টাকার মালা দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা,চলবে সপ্তাহব্যাপী

আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহীর বাঘা উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ানকে টাকা এবং ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চরবাসীর রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার এ সংবর্ধনা দেওয়া হয়।ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।তিনি আওয়ামী লীগের মনোনীত হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন।নবনির্বাচিত চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ানকে পদ্মার মধ্যে চকরাচাপুর ইউনিয়নের কালিদাসখালী, চকরাজাপুর বাজার, দাদপুর বাজার, শহরের মোড়, পুরাতন পলাশি ফতেপুর বাজার, নতুন পলাশি ফতেপুর বাজার, নিচ পলাশি ফতেপুর এলাকায় ঘুরিয়ে টাকা ও ফুলের মালা পরিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।এভাবে তাকে ১৫টি চরের মানুষ সপ্তাহব্যাপী সংবর্ধনা দিবেন।

চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, চরবাসীর রেওয়াজ অনুযায়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে এভাবেই সংবর্ধনা দেওয়া হয়।নির্বাচিত হওয়ায় আনন্দে আমরা চরবাসী তাকে এভাবেই সংবর্ধনা দিয়েছি।

কালিদাসখালী চরের মিলন শেখ জানান, চরের রেওয়াজ অনুয়ায়ী যে ব্যক্তি নির্বাচিত হবেন তাকে সপ্তাহব্যাপী এলাকায় ঘুরে সংবর্ধনা দেওয়া হয়।এ সংবর্ধনায় চেয়ারম্যানকে ৫-৬ লাখ টাকার মালা পর্যায়ক্রমে দেওয়া হবে।

একজন মেম্বারকে কমপক্ষে এক-দেড় লাখ টাকার মালা দেওয়া হয়।এ মালাতে এক হাজার টাকা, পাঁচশ টাকা, একশ টাকা, পঞ্চাশ টাকা, বিশ টাকা, দশ টাকার নোট দেওয়া হয়।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, চরের রেওয়াজ অনুয়ায়ী চরবাসী টাকার মালা ও ফুলের মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে আমাকে সংবর্ধনা দিয়েছেন।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান (নৌকা) ৪ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল আযম (আনারস) তিন হাজার ১০১ ভোট পেয়েছেন।এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৩৩ জন।এর মধ্যে পুরুষ চার হাজার ৮৮৮ ও নারী চার হাজার ৬৪৫ জন।

IPCS News : Dhaka :