জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার ফল মোহনপুর ও গোদাগাড়ী উপজেলা ফাইনালে
আপডেটঃ ৬:৫৩ অপরাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২১
নিউজ ডেস্কঃ
জেলা প্রশাসক আন্ত ঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ডিসেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মোহনপুর উপজেলা ও পবা উপজেলার খেলাটি গোল শুন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে মোহনপুর উপজেলা ৫-৪ গোলে পবা উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে। দিনের অন্য সেমিফাইনাল খেলায় গোদাগাড়ী উপজেলা ২-১ গোলে তানোর উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের বাহুপ ২টি ও বিজিত দলের ম্যানুয়েল ১টি গোল করেন । কাল শনিবার দুপুরে গোদাগাড়ী ও মোহনপুর উপজেলা ফাইনালে অংশ নেবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতল করবের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ংূন কবীর।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।