সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কলমাকান্দায় বিশাল নির্বাচনী সভা

আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- আগামী ১৭ অক্টোবর নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলের সমর্থনে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পাঁচগাওস্থ নেত্রকোণা-১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদারের বাগান বাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এই নির্বাচনী সভার আয়োজন করে।এতে দুর্গাপুর ও কলমাকান্দা উজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগন উপস্থিত ছিলেন।

কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে সুজন হাজংয়ের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় দোয়া ও সমর্থন চেয়ে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল।

নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক নূর খান মিঠু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান ভিপি লিটন, দুযোর্গ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সুজন, শ্রম বিষয়সক সম্পাদক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোজাম্মেল হোসেন টুকু।

আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য মানু মজুমদারের সহ-ধর্মিনী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফৌজদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি,দেওয়ান রনি, কলমাকান্দা সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম বিশ্বাস, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলকে বিজয়ী করার আহবান জানান।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।