জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে রাজশাহী জেলা পরিষদ।মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে নিজ সভাকক্ষে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল মহানগর সহ রাজশাহী জেলার ৯টি উপজেলার শীতার্থ মানুষের জন্য প্রায় তিন হাজার কম্বল জেলা পরিষদের সদস্যদের নিকট প্রদান করেন।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, এই তীব্র শীতে মহানগর সহ ৯টি উপজেলার শীতার্থ মানুষের জন্য এই তিন হাজার কম্বল অতি সামান্য।আমি সুযোগ পেলে আপনাদের এলাকার মানুষের জন্য আরো কম্বল দেওয়ার চেষ্টা করবো।আমি আশা রাখি, আপনারা অতিশীঘ্রই আপনাদের একালায় শীতার্থ মানুষের মাঝে রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে এই শীত বস্ত্রগুলি বিতরণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-১ (গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ ( মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম, সদস্য-২ (তানোর) মো: মাইনুল ইসলাম, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিুকুল ইসলাম, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৫ ( দূগাপুর) মো: আবুল কালাম আজাদ, সদস্য-৭ ( পুঠিয়া) মো: আসাদুজ্জামান মাসুদ ও সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী, এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
IPCS News : Dhaka : কবীর তুহিন : রাজশাহী।