সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব গ্রহন করলেন মোহাম্মদ আলী সরকার

আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০২২

নিউজ ডেস্কঃ

প্রেস বিজ্ঞপ্তিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার ২৭.০৪.২০২২ খ্রিঃ তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১৮.০০৭.২২.৬৪৬ নং প্রজ্ঞাপণ মূলে জেলা পরিষদ আইন, ২০০০ জেলা পরিষদ (সংশোধন} আইন ২০২২ আনুযায়ী সংশোধিত এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী সরকার।

গত বৃহসপতিবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা রেজা হাসান নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে আরো ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ সম্পাদক মোঃ লিয়াকত আলী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোরের ব্যুরো প্রধান কাজী শাহেদ, আরউইজের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের শিক্ষকমন্ডলী সহ বিভিন্ন স্তরের মানুষ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

ফুলেল শুভেচ্ছা শেষে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানের নিকট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ আলী সরকার দায়িত্ব গ্রহন করেন।

IPCS News : Dhaka : kabir tuhin : রাজশাহী।