জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়ন শীপের চুড়ান্ত পর্বের খেলার ফল লালপুর হাটের নুসরাতের হ্যাট্রিক
আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চুড়ান্ত পর্বের চারটি খেলা গতকাল সোমবার (২৮ মার্চ) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।
এ গ্রুপের খেলায় সফররত লালমনিরহাট জেলা নারী দল নুসরাতের হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে ব্রাম্ভনবাড়িয়া জেলা নারী দলেকে হারায়।
বিজয়ী দলের পক্ষে নুসরাত ৩টি ও নিভা আকতার ১টি গোল করেন।অন্য খেলায় কুষ্টিয়া জেলা নারী দল ১-০ গোলে সাতক্ষিরা নারী দলকে হারায়।
বিজয়ী দলের পক্ষে বর্না জয়সুচক গোলটি করেন।টাঙ্গাইল জেলা নারী দল ২-০ গোলে ফরিদপুর জেলা নারী দলকে হারায়।
বিজয়ী দলের পক্ষে শুরমা আকতার একাই ২টি গোল করেন।দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী জেলা নারী দল ১-০ গোলে সফররত মাগুরা জেলা নারী দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে মিরা খাতুন জয়সুচক গোলটি করেন।
এই প্রতিযোগিতায় এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট ও রানারআপ হয়েছে ব্রাম্ভন বাড়িয়া বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী ও রানারআপ হয়েছে মাগুরা।
কাল বুধবার সেমিতে এ গ্রুপ চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা ও বি গ্রুপ রানারআপ সফররত মাগুরা অংশ নেবে।
২য় সেমিতে বি গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী ও এ গ্রুপ রানার আপ ব্রাম্ভন বাড়িয়া জেলা নারী দল অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।