সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় রংপুর ও মাগুরা ফাইনালে

আপডেটঃ ১১:৫৭ পূর্বাহ্ণ | জুন ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়।গতকাল বুধবার ( ১৪ জুন) ১ম সেমিতে সফররত মাগুরা ৩-০ গোলে ফেনী জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে উম্মে কুলসুম ২টি ও তৃষ্না ১টি গোল করেন।বিজিত দলের পক্ষে সাদিয়া আক্তার ১টি করে গোল পরিশোধ করেন।দিনের অন্য সেমিতে সফররত রংপুর ৩-০ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।বিজয়ী দলের পক্ষে সাইরা, রিসিতা ও আদুরী ১টি করে গোল করেন।রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া আক্তার ও আব্দুল খালেক সেই সাথে ফটোগ্রাফের দায়িত্ব পালন করেন আওয়াল হোসেন।আজ বিরতী কাল শুক্রবার ফাইনাল খেলায় রংপুর ও মাগুরা জেলা অংশ নেবে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।