জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় রাঙ্গামাটি, রংপুর, মাগুরা ও ফেনী সেমিতে
আপডেটঃ ১২:৪২ অপরাহ্ণ | জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্টিত হয়।গতকাল মঙ্গলবার (১৩ জুন) ১ম খেলায় সফররত ফেনী ৩-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে সেমিতে উঠেছে।বিজয়ী দলের পক্ষে সাদিয়া ২টি ও পায়েল ১টি গোল করেন।দিনের অন্য খেলায় সফররত রংপুর জেলা আদুরীর হ্যাট্রিকের সুবাদে ১২-০ গোলের বিশাল ব্যবধানে স্বাগতিক রাজশাহী জেলাকে হারিয়ে সেমিতে উঠে।বিজয়ী দলের পক্ষে আদুরী ৭টি, রিসিতা ২টি, মনজাহা, জান্নাতি ও সাইরা ১টি করে গোল করেন।রেফারীর দায়িত্ব পালন করেন শোহানা খাতুন।বাফুফের প্রতিনিধি মোঃ নুজরুল ইসলাম লিয়ন জানান পয়েন্ট তালিকা অনুযায়ী রাঙ্গামাটি, মাগুরা, রংপুর ও ফেনী জেলা সেমিতে উঠেছে।আজকের ১ম সেমিতে রাঙ্গামাটি ও রংপুর জেলা, ২য় সেমিতে মাগুরা ও ফেনী জেলা অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।