জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ আঞ্চলিক পর্বের খেলার ফল, খাদিজার হ্যাট্রিক
আপডেটঃ ১০:০১ অপরাহ্ণ | মে ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হযেছে।গতকাল সোমবার (২৯ মে) প্রথম সেমিতে খাদিজার হ্যাট্রিকের সুবাদে সফররত নওগাঁ জেলা ৩-১ গোলে সফররত চাঁপাই নবাবগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের পক্ষে খাদিজা ৩টি গোল করেন ও বিজিত দলের পক্ষে অর্চনা রানী ১টি গোল করেন।২য় সেমিতে স্বাগতিক রাজশ্হাী জেলা ২-১ গোলে সফররত জয়পুর হাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।বিজয়ী দলের পক্ষে অথুই আকতার ২টি ও বিজিত দলের পক্ষে নুসরাত ১টি গোল করেন।আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে স্বাগতিক রাজশাহী ও নঁওগা জেলা ফাইনালে অংশ নেবে।
IPCS News : Dhaka : রাজশাহী : বাবুল।