সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন বেগম খালেদা জিয়া , মির্জা ফখরুলঃ

আপডেটঃ ৫:৪৯ অপরাহ্ণ | নভেম্বর ১৮, ২০২১

নিউজ ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন চেয়ারপারসন খালেদা জিয়া।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়াকে বিদেশ নেওয়া জরুরিহয়ে পড়েছে।এভার-কেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, উনার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি।খালেদা জিয়াকে বিদেশে পাঠালে উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে চিকিৎসকরা আশা করেন।দেশের চিকিৎসা ব্যবস্থা তার জন্য যথেষ্ট নয়।হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন খালেদা জিয়ার অসুখগুলো সারিয়ে তুলতে তাদের পুরোপুরি সক্ষমতা নেই।মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসাটা খুব জরুরি।এই কথাটা বারবার বলা হয়েছে।

আজ অন্যান্য দলও বলছে, সবাই বলছে, কিন্তু আওয়ামী লীগের নেত্রী এ আহ্বানে সাড়া দিচ্ছেন না।বিএনপির মহাসচিব বলেন, আমরা আবারও আহ্বান জানাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।

তার জীবন রক্ষা করুন, এর মাঝে রাজনীতিকে নিয়ে আসবেন না।বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আড়াই বছর তিনি নির্জন কারাবাসে ছিলেন।ফলে অনেক ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে।সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিল না।

আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, উপদেষ্টা ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

IPCS News : Dhaka :