জীবণ মৃত্যুর সাথে, যুদ্ধ করে যাচ্ছেন, গরীব হত দরিদ্র, কিডনি রুগী বিল্লাল মিয়া,
আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- “মানুষ মানুষের জন্যে, জীবণ জীবণের জন্যে” নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবু তলা ইউনিয়নের, নরেন্দ্র পুর (আদম বাড়ী) গ্রামের মৃতঃ আফাজ উদদীনের ছেলে মোঃ বিল্লাল মিয়া (৪০) প্রায় ৫/৬ মাস ধরে মরণ ব্যাধী, কিডনি রোগে ভুগছেন, বিল্লাল মিয়া পেশায়-একজন ছোট খাট কলা বেপারী, তার উপার্জন দিয়ে তার সংসারে থাকা বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে(১০), ও ছোট ২ মেয়ে।কোন ভাবে সংসার চালিয়ে যেত।বর্তমানে সে কিডনি রোগী হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন, সেখানে প্রচুর টাকা পয়সা খরচ করেছেন, তার শেষ সম্বল গরু ছাগল ভিটা বাড়ী বন্ধক রেখে তার স্ত্রী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।ঢাকার ন্যশনাল অব কিডনি ডিজেজেস এন্ড ইউরোলজি হাসপাতালে কিছু দিন চিকিৎসা রত থেকে চিকিৎসার খরচ যোগাতে না পেরে বর্তমানে সে তার বাড়িতে মৃত্যুর প্রহর গুনছে।
তাই তার পরিবারের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে থাকা সকল ভাই বোন সহ সকলের কাছে কিছু সাহায্য প্রার্থনা করেছেন বিল্লাল মিয়া ও তার পরিবার।সবাই দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়ত আল্লাহ তায়ালার অশেষ রহমতে সে সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।সাহায্য পাঠাইবার, ও সরাসরি যোগাযোগ নাম্বার ০১৭৪৫৯৩৮২৭৯ বিকাশ পার্সোনাল ও নগদ।
IPCS News : Dhaka : মোঃ তাজুুল ইসলাম বাদল : নরসিংদী।