জিয়াউর রহমান দেশের সংবিধানকে পাল্টে দিতে চেয়েছিল আর সে স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার সন্তানেরা: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
আপডেটঃ ৩:০৩ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যার পর জিয়াউর রহমান দেশের সংবিধানকে পাল্টে দিতে চেয়েছিল, আর সে স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার সন্তানেরা।তিনি আরো বলেন, স্বাধীনতার আন্দোলন সংগ্রামের দিন গুলোতে বঙ্গবন্ধু জীবনে কখনো কোনো দিন পাকিস্তানীদের সাথে আপোষ করেননি।পাকিস্তানীরা কখনো ৬ দফা মেনে নিত না, কিন্তু তার দেয়া সেই ৬ দফা বাস্তবায়ন করেছে বাঙ্গালী জাতি।তিনি বলেন, দেশে থাকতে হলে ঘোষনাপত্র, ইস্তেহার আর স্বাধীনতার ঘোষনা মেনেই রাজনীতি করার সুযোগ আছে এর ব্যতয় ঘটলে দেশে থাকার কোনো সুযোগ নাই।
জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৮ আগষ্ট শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেছেন তিনি।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনয় ও সভাপতি স্বরূপ বকসী বাচ্চু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল,জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আলতাফুজ্জামান মিতা, সিভিল সার্জন ডা: বোরহান উল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, সেই সময়ে দেশে জিয়াউর রহমান সান্ধ্য আইনজারী করেছিলেন যার কারণে সাধারন জনগন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়িঘর হতে বের হতে পারতেন না।অথচ তারাই এখন গনতন্ত্র এর কথা বলে দেশি বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে এবং মিথ্যাচারে ব্যস্ত রয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।