জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল সুপার লীগের ফল
আপডেটঃ ৯:৫০ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ২য় জাহানারা জামান ৩য় বিভাগ ফুটবল সুপার লীগের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২৬ আগষ্ট) এর খেলায় শেখ জামাল ক্রীড়া চক্র ১-০ গোলে শিরইল ফুটবল একাডেমীকে হারায়।
বিজয়ী দলের পক্ষে জুলিয়াস বাস্কি খেলার দুইমিনিটের মাথায় গোলটি করেন।দিনের অন্য খেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ফুটবল একাডেমী হাফিজুলের ৩-০ গোলে আব্দুল হাকিম স্মৃতি সংঘকে হারায়।হাফিজুল ২টি ও সবুজ ১টি গোল করেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।