জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগের ফল
আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগে গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) আনার স্মৃতি সংসদ ও কাটাখালি ১-১ গোলে ড্র করে।
আনার স্মৃতির নাজমুল খেলার ৪মিনিটের মাথায় ১টি গোল করে দলকে জযের দিকে এগিয়ে নিয়ে যায়।কিন্ত কাটাখালির আলহাজ্ব ১০ মিনিটের মাথায় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।
এরপর আর কেও গোল করতে না পারায় শেষ বাশিঁ বাজায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।